শিক্ষা কাজের সাথে সম্পৃক্ত সবাইকে কোভিড-১৯ টিকা গ্রহণের নির্দেশনা থাকলেও ভোটার তালিকায় মৃত দেখানোয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ের অফিস সহকারী হাসিনা বানু কোভিড টিকা নিতে পারছেন না।
এছাড়া টিকা গ্রহণ করতে না পারায় কর্মরত প্রতিষ্ঠানের বেতন পেতেও তাকে ঝামেলায় পোহাতে হচ্ছে।
হাসিনা বানু বলেন, সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোট দিতে গেলে ভোটার তালিকায় নিজের নাম না থাকায় তিনি জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন।
এ সময় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, তার স্ট্যাটাস শূন্য, অর্থাৎ তাকে মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
আরও পড়ুন;
হাসিনা বানু’র প্রশ্ন তিনি জীবিত থেকেও কীভাবে ভোটার তালিকায় মৃত হলেন?
এ ব্যাপারে তিনি নির্বাচন অফিসে যোগাযোগ করলে তাকে আবেদন করতে বলা হয়। সে অনুযায়ী গত মঙ্গলবার তিনি সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করেছেন। তবে আবেদনটি করার আগে এই ১০ দিন তাকে বিভিন্ন অফিসে ছোটাছুটি করতে হয়েছে।
হাসিনা বানুর জাতীয় পরিচয়পত্র নম্বর ৮২০২৫৩৫৪০০। তিনি ২০২১ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোট দিতে গেলে ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে ভোগান্তির শিকার হন।
আরও পড়ুন: জীবিত ব্যক্তিদের মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কর্তন, দুর্ভোগে ভুক্তভোগীরা
নির্বাচন অফিস সূত্র জানায়, তথ্য সংগ্রহকারী ভুলক্রমে জীবিত হাসিনা বানুকে ভোটার তালিকায় (ডাটাবেজে) মৃত দেখিয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, এটি কোনো ইচ্ছাকৃত বা অন্যের আবেদনের প্রেক্ষিতে নয়, বরং কাজের ভুল। তথ্য সংগ্রহকারী ভুলক্রমে জীবিত হাসিনা বানুকে ভোটার তালিকায় এন্ট্রি করার সময় মৃত দেখিয়েছেন। আমি বিষয়টি অবগত হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।
আরও পড়ুন: এনআইডি জালিয়াতি: উপসচিবসহ ৫ নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে মামলা