ঝিনাইদহে আবারও করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ৬ জন। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮৯জন।
আরও পড়ুন: করোনা ও উপসর্গে বরিশালে ১৫ মৃত্যু
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সদর হাসপাতালে করোনায় দুই জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও ২৪ ঘন্টায় আসা ৭১৭ জনের নমুনা পরীক্ষা করে ২৭৯ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ৯১ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৫৪ জন, শৈলকুপায় ১৫, হরিণাকুন্ডে ১৮, কালীগঞ্জে ৪৯, কোটচাঁদপুরে ৩৫ ও মহেশপুরের আট জন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ১০৫ জনে।
আরও পড়ুন: করোনায় খুলনা জেলায় ১১ মৃত্যু
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, হঠাৎ করেই ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাঁপ বেড়েছে। গত দুই দিন হাসপাতালে রোগী ভর্তি বেশি হচ্ছে। গত ২৩ জুলাই হাসপাতালে রোগী ভর্তি ছিল ৮৭ জন। সেখানে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ১০৬ জন।