টেকনাফ থেকে রবিবার ভোরে ১ লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
টেকনাফের বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, শনিবার মধ্যরাতে ইয়াবা চোরাচালান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী খড়ঙ্গখালী এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা।
বিজিবি সদস্যরা দুজনকে উপকূলে সাঁতার কাটতে দেখে তাদের ধাওয়া করে। পরে ওই দুজন তাদের সাথে থাকা একটি বস্তা ফেলে ফিরে যায়।
পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে বিজিবির সদস্যরা ইয়াবা উদ্ধার করেন, বলেন তিনি।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের মূল্য আনুমানিক প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান।