সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরের মত এবারও পূজার আয়োজন করেছিল পূজা উদযাপন কমিটি। তবে সীমান্তে মানুষের সমাগম কম হয়েছে। সীমান্তের ওপারে থাকা স্বজনদের সাথে দেখাও হয়নি। করোনাভাইরাসের কারণে সীমান্তের কাঁটা তারের কাছে লোকজনকে ভিড় জমাতে দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
পীরগঞ্জের বাকলী রাণী, চন্দ চাঁদ রায়, আমলসহ অনেকে জানান, সকাল থেকে আত্মীয়-স্বজনদের সাথে দেখা করার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু বেলা শেষ হয়ে গেলেও তাদের সাথে দেখা হয়নি। করোনাভাইরাসের কারণে সব বন্ধ। আত্মীয়রা ওপারে দূরে রয়েছে। তারা কাঁটাতারের কাছে ভিড়তে পারেনি। এবার পূজা পালন করেই বাড়ি ফিরে যেতে হবে। আগামী বছরের অপেক্ষায় থাকতে হবে।
পূজা কমিটির সভাপতি কালিকান্ত রায় বলেন, করোনাভাইরাসের কারণে এবার শুধু পূজা হয়েছে। মিলনমেলা হয়নি।
গোবিন্দপুর ও চাপাসার সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা জানান, করোনাভাইরাসের কারণে মিলনমেলা বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। কাঁটাতারের কাছে বাংলাদেশিরা যাতে না যায় সে জন্য আমাদের অনুরোধ করেছে তারা।