ঠাকুরগাঁওয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৩ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ১৫৭ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৭৯ জন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় নতুন করে ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯৯ জনের। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৫ শতাংশ। সদর উপজেলাতেই প্রতিদিন সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে সদরে ৭৬ জন, বালিয়াডাঙ্গীর ১৯, পীরগঞ্জের ১৯, রাণীশংকৈলে ৩০ ও হরিপুরে ১৩ জন। পীরগঞ্জে একজন ও রাণীশংকৈল একজন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা এখন ৪ হাজার ৫৭৯ জন। এর মধ্যে ২ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
আরও পড়ুন: করোনা: কুমিল্লায় নতুন শনাক্ত ৩৬০, মৃত্যু ৫
এদিকে জেলা ও উপজেলা প্রশাসন প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, শনিবার ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭টি মামলায় বিভিন্ন জনকে মোট ১০ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ৩৯৪
এদিকে, শনিবার করোনা মহামারি মোকাবিলায় ঠাকুরগাঁও জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব শরিফা খান ঠাকুরগাঁও জেলার করোনাভাইরাস প্রতিরোধকল্পে অনলাইনে এক মতবিনিময় সভায় অংশগ্রণ করেন। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের সভাপতিত্বে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তারাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় অংশগ্রহণ করেন।