ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে করা এক মামলায় সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত মো. জাফরুল পীরগঞ্জ শহরের ভেলাতৈড় মহল্লার শাহ্ আলমের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, ‘গত ১৪ জুন বিয়ের আশ্বাসে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করে অভিযুক্ত জাফরুল। এসময় অপর দুই অভিযুক্ত একই মহল্লার নজমুল হকের ছেলে রুমন ও ‘রনি রাইস মিলে’র মালিক শাহজাহানের ছেলে রনি একাজে জাফরুলকে সহযোগিতা করে।’
এতে আরও বলা হয়, অভিযুক্ত রুমন ধর্ষণের ঘটনা ভিডিও করে এবং গত ১৭ জুন ওই ভিডিও দেখিয়ে ভুক্তভোগী ওই নারীকে ব্ল্যাকমেইল করে।
পুলিশ জানায়, রুমন ও রনি দুজনেই পরে ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে ভুক্তভোগী নারীকে ধর্ষণ করে।
এরপর তাদের হুমকি মেনে নেয়া সত্ত্বেও অভিযুক্ত তিনজন ভিডিওটি ভাইরাল করে দেয়। নিরুপায় হয়ে ভুক্তভোগী ওই নারী গত ৩ আগস্ট তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
জাফরুলকে গ্রেপ্তারের কথা স্বীকার করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বাকী দুই আসামি গা ঢাকা দিয়েছে। তবে গ্রেপ্তার করতে পুলিশ তাদের খুঁজছে।
আরও পড়ুন: বরিশালে সিটি মেয়রের বিরুদ্ধে মামলা