ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে বজ্রপাতে মা মেরিনা বেগম (৪৪) ও মেয়ে সাথী আক্তারের (১৪) মৃত্যু হয়েছে। এছাড়া হরিপুর উপজেলাযর আমগাঁও ইউনিয়নে বজ্রপাতে আব্দুল আলিম (৩১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (১১ আগস্ট) দুপুরে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিহতরা হলেন- হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামের মেরিনা ও সাথী। এছাড়া আব্দুল আলিম হরিপুরের যাদুরাণী পশ্চিম কলেজপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মেরিনা ও সাথী দুজনে মিলে ধানখেতে নিড়ানি দিতে মাঠে যান। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন। পরে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু খুবই দুঃখজনক।’
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, ‘বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর শুনেছি।’
অপরদিকে, রবিবার (১১ আগস্ট) দুপুরে আব্দুল আলিম নামে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের একজন কৃষক বজ্রপাতে নিহত হন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেন।