ঠাকুরগাঁওয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা যারা হেলমেট না পরে মোটরসাইকেল চালাচ্ছেন তাদেরও সচেতন করছেন।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই শহরের চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ড, আমতলা মোড়, আর্ট গ্যালারি মোড়, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিকের দায়িত্ব পালনে শিক্ষার্থীরা
শহরের চৌরাস্তায় গিয়ে দেখা যায়, মুখে বাঁশি, মাথায় ছাতা নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।
সব সময় চৌরাস্তায় যানযট লেগে থাকলেও শিক্ষার্থীদের কথা শুনছেন সাধারণ মানুষজন। এ কারণে চৌরাস্তাসহ গুরুত্বপুর্ণ স্থানগুলোতে তেমন কোনো রকম যানজট দেখা যায়নি।
অটোরিকশা চালক মো. আরমান আলী বলেন, ‘শির্ক্ষার্থীদের আমরাও সহযোগিতা করছি। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’
এ স্বেচ্ছাসেব কর্মসূচিতে অংশ নিয়েছে- আনসার সদস্যরা, ইসলামি ছাত্র আন্দোলন ও নিরাপদ সড়ক চাই সংগঠন।