ট্রাফিক
সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে চাঁদপুরে গাড়িচাপায় শিক্ষার্থী আহত
চাঁদপুরের মতলবে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে গাড়িচাপায় সালাউদ্দিন প্রধানীয়া (১৮) নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১২ আগস্ট) দক্ষিণ উপজেলার মতলব বাইপাস সড়কের পানির ট্যাংকি মোড় এলাকায় এই দুঘর্টনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুর কারাগারে বিদ্রোহের চেষ্টা, গোলাগুলিতে ২২ বন্দি আহত
আহত শিক্ষার্থী সালাউদ্দিন প্রধানীয়া উপজেলার ঢাকিরগাঁও গ্রামের বাসিন্দা এবং মতলব সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, তারা কয়েকজন মিলে মতলব বাইপাস সড়কের পানির ট্যাংকি মোড়ে যানযাহন নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালনকালে গাড়িচাপায় সালাউদ্দিন প্রধানীয়ার বাম পায়ের হাঁড় ভেঙে গুরুতর আহত হন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
আরও পড়ুন: মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গোলাগুলি, আহত ৫
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
২ মাস আগে
ঠাকুরগাঁওয়ে রাস্তার ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা
ঠাকুরগাঁওয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা যারা হেলমেট না পরে মোটরসাইকেল চালাচ্ছেন তাদেরও সচেতন করছেন।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই শহরের চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ড, আমতলা মোড়, আর্ট গ্যালারি মোড়, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিকের দায়িত্ব পালনে শিক্ষার্থীরা
শহরের চৌরাস্তায় গিয়ে দেখা যায়, মুখে বাঁশি, মাথায় ছাতা নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।
সব সময় চৌরাস্তায় যানযট লেগে থাকলেও শিক্ষার্থীদের কথা শুনছেন সাধারণ মানুষজন। এ কারণে চৌরাস্তাসহ গুরুত্বপুর্ণ স্থানগুলোতে তেমন কোনো রকম যানজট দেখা যায়নি।
অটোরিকশা চালক মো. আরমান আলী বলেন, ‘শির্ক্ষার্থীদের আমরাও সহযোগিতা করছি। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’
এ স্বেচ্ছাসেব কর্মসূচিতে অংশ নিয়েছে- আনসার সদস্যরা, ইসলামি ছাত্র আন্দোলন ও নিরাপদ সড়ক চাই সংগঠন।
আরও পড়ুন: শেরপুর শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা
ঝিনাইদহে শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষক-শিক্ষার্থীরা
২ মাস আগে
কেসিসি নির্বাচন: ট্রাফিকের চেকপোস্টে ৯০ লাখ টাকা জরিমানা
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় ট্রাফিক পুলিশ একাধিক চেকপোস্ট স্থাপন করেছে।
নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মোটরযানের ওপর ৯০ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে।
আরও পড়ুন: কেসিসি নির্বাচন: এক কাউন্সিলর প্রার্থীকে শোকজ, ২ প্রার্থীকে জরিমানা
বুধবার (৭ জুন) নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা মেট্রোপলিট্রন পুলিশ থেকে ইসিতে পাঠানো তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন- ২০১৮ অনুযায়ী গত ১ মে থেকে ৬ জুন পর্যন্ত এই জরিমানা আদায় করা হয়। ১১২টি চেকপোস্টের মাধ্যমে ৫ হাজার ৪৪০টি মামলা হয় আর আটক করা হয় ১ হাজার ৯২৮টি যানবাহন। এতে জরিমানা ধার্য করা হয়েছে ৮৯ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা। এর মধ্যে জরিমানা আদায় করা হয়েছে ৮০ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা।
আগামী ১২ জুন খুলনা সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। এছাড়া ভোটের মাঠে ৩১টি ওয়ার্ডে ১৩৪ জন সাধারণ কাউন্সিলর ও ১০টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আর সাধারণ দুটি ওয়ার্ড ১৩ ও ২৪ নম্বরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এই সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা) এবং জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ: ‘সময় নষ্ট করায়’ রিটকারীকে লাখ টাকা জরিমানা
বায়ু দূষণের দায়ে রাজধানীতে ৭ যানবাহনকে ২২ হাজার টাকা জরিমানা
১ বছর আগে
আখেরি মোনাজাতকে ঘিরে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজিয়েছে জিএমপি
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে শনিবার দিবাগত রাত ১২টা থেকে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম ইজতেমা ময়দানের পাশে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানান।
তিনি বলেন, আখেরি মোনাজাতে দূর-দূরান্ত থেকে অনেক লোক অংশগ্রহণ করবেন। সেজন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এর অংশ হিসেবে রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে।
সড়কগুলো হলো, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত, খামারপাড়া রোড, আশুলিয়া সড়কে আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত।
যানজট এড়াতে বাইপাস সড়ক ব্যবহারের জন্য চলাচলকারীদের অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত ৭ জন মারা গেছেন
বিশ্ব ইজতেমা: ২য় দিনে লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত ইজতেমা মাঠ
১ বছর আগে
বাস চালককে মারধর, বরিশালে ট্রাফিক সার্জেন্ট ক্লোজড
বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বাস পার্কিং করা নিয়ে বিতণ্ডায় এক চালককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ট্রাফিক সার্জেন্ট মো.টুটুলের বিরুদ্ধে। এই ঘটনায় ওই সার্জেন্টকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এর পরপরই বিক্ষুদ্ধ শ্রমিকরা ধর্মঘটের হুশিয়ারি দিলে রাতে সার্জেন্ট টুটুলকে ক্লোজড করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার তানভীর আরাফাত বলেন, ‘আমাদের সচিব মহোদয় আসছিলেন বরিশালে। তখন রাস্তা ক্লিয়ার করতে সার্জেন্ট টুটুল বাসগুলো দ্রুত সরানোর কাজ করছিলো। এর মধ্যে একটি বাস লাঠি দিয়ে সরানোর সময় ওই বাসের ড্রাইভারের হাতে লাঠির আঘাত লাগে। এই নিয়ে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে পরে। পরবর্তীতে সার্জেন্ট টুটুলকে ক্লোজড করা হয়। শ্রমিকরা লিখিত অভিযোগ নিয়ে আসলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: স্ত্রী নির্যাতন মামলা: চট্টগ্রামে সার্জেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন বলেন, সার্জেন্ট টুটুল আমাদের এক শ্রমিককে অহেতুক মারধর করে রক্তাক্ত করেছে। আরফি পরিবহনের চালক আলী হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে শের-ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আমরা হুশিয়ারি দিয়েছি সার্জেন্ট টুটুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।
তিনি বলেন, সার্জেন্ট টুটুল বিভিন্ন সময় বাস চালকদের হয়রানি করে আসছিলো। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার জানিয়েছি।
আরও পড়ুন: ঊর্ধ্বতন কর্মকর্তাকে লাঞ্ছিত, বরিশালে দুই পুলিশ সার্জেন্ট ক্লোজড
রাজশাহীতে তল্লাশিচৌকিতে ট্রাফিক সার্জেন্টকে পিটিয়ে রক্তাক্ত
১ বছর আগে
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত
রাজধানীর উত্তরায় রবিবার ভোরে একটি লরি চাপায় একজন ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত কাজী মাসুদ (৩৮) বাগেরহাটের কচুয়া উপজেলার কাজী হেমায়েত উদ্দিনের ছেলে। তিনি ট্রাফিক উত্তরা পূর্ব জোন, উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।
আরও পড়ুন:রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী জানান, ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুরে রাত্রিকালীন ডিউটি করার মাসুদকে দ্রুতগামী একটি লরি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:রাজধানীতে বাস মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের দুর্ভোগ
২ বছর আগে
মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত পাইলট, নাগপুরে বিমানের জরুরি অবতরণ
মাঝ আকাশে পাইলট হৃদরোগে আক্রান্ত হওয়ায় ঢাকাগামী বিমান বাংলাদেশের একটি যাত্রীবাহী ফ্লাইট শুক্রবার ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। বোয়িং ৭৩৭-৮ বিমানটি মাস্কাট থেকে ১২৬ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল।
বিমান পরিবহনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের কাছাকাছি থাকাকালীন বিমানটির সহ-পাইলট জরুরি অবতরণের জন্য পূর্ব শহর কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেছিলেন।
আরও পড়ুন: কাবুলে ইউক্রেনের বিমান ছিনতাই
কলকাতা এটিসি সহ-পাইলটকে কাছের বিমানবন্দরে অবতরণ করতে বললে বেলা ১১.৪০টার দিকে যাত্রীবাহী বিমানটি মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
অবতরণের পর পাইলটকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
আরও পড়ুন: দেশ ছাড়ছে আফগানরা, বিমানবন্দরে বিশৃঙ্খলা
৩ বছর আগে
খুলনা মহানগরীর ট্রাফিক সিগন্যাল বাতি ব্যবস্থা অকার্যকর
খুলনা মহানগরীর সকল ট্রাফিক সিগন্যাল বাতি অকার্যকর অবস্থায় রয়েছে। এসব ট্রাফিক সিগন্যাল বাতির সংকেত সম্পর্কে অধিকাংশ নাগরিক অবগত রয়েছেন।
খুলনায় পুরাতন এ সব ট্রাফিক সিগন্যাল বাতি নব্বই দশকেরও আগে মহানগরীতে স্থপনা করা হয়। বর্তমানে সববাতি অকার্যকর ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
তাছাড়া দেখা যায়, মহানগরীর শিববাড়ী মোড় ও পাওয়ার হাউস মোড়ে দু’টি ট্রাফিক সংকেত বাতি দায়সারাভাবে চালু আছে। কিছুদিন পরপর তা অকার্যকর অবস্থায় পড়ে থাকছে।
খুলনা সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, দুর্ঘটনা রোধের পাশাপাশি যানজট নিরসনে ১৯৮৭ সালের দিকে মহানগরের ১৬টি মোড়ে ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপনা করা হয়। যার মধ্যে রয়েছে দৌলতপুর, নতুন রাস্তা, জোড়াগেট, শিববাড়ী মোড়, ডাকবাংলো, পাওয়ার হাউস মোড়, রয়্যাল মোড়, পিকচার প্যালেস, সদর থানা, পিটিআই, ধর্মসভা, ময়লাপোতা ও ফেরিঘাট মোড়, সদর হাসপাতালের সামনে, সার্কিট হাউসের পাশে, হাজী মুহসীন সড়ক।
আরও পড়ুন: ট্রাফিক সিগন্যাল অব্যবস্থাপনার প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট
তবে এর মধ্যে ২০০৫ সালের মধ্যে সবকটি বাতি অকার্যকর হয়ে যায়। বাতিগুলো মেরামতের উপযোগী না থাকায় কেসিসি নতুন করে আর কোনো উদ্যোগ নেয়নি। মূলত এ সব ট্রাফিক সিগন্যাল হলুদ, সবুজ, রঙের বাতি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এতে করে দ্বায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যদের যানজট নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয়। মাঝে মধ্যে রাতের বেলায় ইলেকট্রনিক সিগন্যাল লাঠি ব্যাবহার করতে দেখলেও বেশির ভাগ সময়ে হাতে লাঠি আর বাশি নিয়ে যানজট নিরসনের দায়িত্বে দেখা যায় এসব ট্রাফিক সদস্যদের। এতে করে নগরীতে বাড়ছে দুর্ঘটনা, বাড়ছে পথচারি ও যানবহনের ঝুকিঁ।
খুলনা শিববাড়ী মোড় এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য বলেন, ট্রাফিক সিগন্যাল বাতি সব বিকল অবস্থায় রয়েছে, আমরা বাশি, লাঠি ও মাঝের মধ্যে ইলেকট্রনিক সিগন্যাল লাঠি ব্যবহার ও হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করছি। অনেক সময়ে আমাদের নিজেদের ও দুর্ঘটনার ঝুঁকি থাকে, তারপরও দ্বায়িত্ব পালন করতে হয়। তবে ট্রাফিক সিগন্যাল বাতি সচল হলে যানজট নিরসনের জন্য দায়িত্ব পালন অনেকটা সহজ ও অনেক দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া যাবে।
আরও পড়ুন: রূপগঞ্জে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে এলাকাবাসী
মহানগরীর মাহেন্দ্র চালক আজমির মোল্লা বলেন, দেশ এখন আধুনিক হচ্ছে। তবে খুলনায় ট্রাফিক সংকেত বাতি এখনও পুরাতন, নষ্ট জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তাছাড়া অনেক সময়ে গাড়ি নিয়ে সড়কে চলাচলের সময়ে ট্রাফিক পুলিশের হাতের সিগন্যাল চোখে পড়েনা। যে কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে রাতের বেলায় তো চোখেই পড়ে না। দ্রুত এ সব বাতি মেরামত করা বা নতুন করে ট্রাফিক বাতি স্থাপন করার জন্য জোর দাবি জানান তিনি।
খুলনা সিটি কর্পেরেশনের প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম (মুন্না) বলেন, ‘ট্রাফিক সংকেত বাতি বিকল আছে, আমি নিজেও বিষয়টি লক্ষ্য করেছি। তাছাড়া এতে করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে সমস্যা হচ্ছে। মেয়রের সাথে এ বিষয়ে কথা বলে দ্রুত একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি মোহাম্মাদ তাজুল ইসলাম বলেন, ‘খুলনা একটি সুন্দর ও আধুনিক শহর। অথচ ট্রাফিক সংকেত বাতি এখনও জড়াজীর্ণ। অনেক সময়ে আমাদের পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির সামনে দাড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তাছাড়া আমরা বেশ কয়েকবার খুলনা সিটি কর্পেরেশনকে চিঠি দিয়েছি। তবে এখনও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। দ্রুত এসব ট্রাফিক সংকেত বাতি সংস্কার বা নতুন বাতি স্থাপন করার জন্য অনুরোধ করছি।’
৩ বছর আগে
লকডাউনের তৃতীয় দিন: আন্তনগর বাস চলছে
দেশব্যাপী চলমান লকডাউনের তৃতীয় দিন বুধবার আন্তনগর বাস চলাচল করছে। তবে যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে বাসের সংখ্যাও কম ছিল।
বুধবার থেকে সরকার সিটি করপোরেশনভুক্ত এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে। এর আগে সোমবার থেকে সাত দিন ব্যাপী সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়।
আরও পড়ুন: দেশব্যাপী চলমান লকডাউনকে 'অবৈজ্ঞানিক ও আংশিক' মনে করছেন বিশেষজ্ঞরা
যুগ্ম কমিশনার (ট্রাফিক উত্তর) আবু সালেহ শেখ রাসেল বলেছেন, ‘আন্তনগর বাস বুধবার সকাল থেকে আবারও কার্যক্রম শুরু করে তবে বাসের সংখ্যা খুবই কম। যাত্রীর সংখ্যা কম ছিল তাই বাস মালিকরা খুব কম বাস বের করতে বাধ্য হয়েছে।’
ট্রাফিক ইন্সপেক্টর (মহাখালী) আসাদুজ্জামান বলেছেন, ‘সকাল থেকে সিটি করপোরেশনভুক্ত এলাকায় বাস চলাচল করছে তবে অন্যান্য দিনের তুলনায় বাস ও যাত্রী সংখ্যা খুব কম। সরকার রাইড শেয়ারিং সেবা স্থগিত করায়, যারা রাইড শেয়ারিং সেবা নিয়ে চলাফেরা করছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি।’
আরও পড়ুন: জনগণের উদাসীনতার মাঝেই দেশে লকডাউনের ২য় দিন শুরু
তিনি বলেন, ‘পাশাপাশি জনগণ স্বাস্থ্যবিধি অনুসরণ করছে কি না বা মাস্ক পরছে কি না, আমরা তাও মনিটরিং করছি।’
আলিফ পরিবহনের (অপারেশন ম্যানেজার) আশরাফুজ্জামান বলেছেন, ‘আমরা স্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করে ৬০ শতাংশ বাস নামিয়েছি যেখানে সাধারণত চারটি রুটে ২০০টি গাড়ি চলাচল করে। দূরপাল্লার বাসে স্থগিতাদেশ ও যাত্রী সংখ্যা কম হওয়ায় আমরা এখন ৬০ শতাংশ বাস পরিচালনা করছি।’
ট্রাফিক ইন্সপেক্টর আক্তার (উত্তরা-রাজলক্ষ্মী)জানান, বুধবার সকাল থেকে কেবল আন্তনগর বাস রাস্তায় চলাচল করতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: কুয়াকাটায় লকডাউন প্রচারণায় হামলার শিকার ইউএনও
মঙ্গলবার সপ্তাহব্যাপী ‘ঢিলেঢালা’ লকডাউনের দ্বিতীয় দিনেও বাংলাদেশ প্রতিদিনের মতো করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড দেখেছে। তবুও ব্যক্তিগত গাড়ি, রিকশা এবং অটোরিকশা পাশাপাশি মাইক্রোবাস এবং সিএনজিচালিত অটোরিকশা এবং অনেক রাইড শেয়ারিং পরিষেবা স্বাভাবিকভাবে রাজধানীতে চলাচল করতে দেখা গেছে এবং জনগণ কোভিড -১৯ সংক্রমণের ঝুঁকিকে উপেক্ষা করে স্বাভাবিকভাবে চলাচল করছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী শপিংমল বন্ধ থাকলেও অনেক এলাকায় দোকানপাট খোলা দেখা গেছে।
নগরীর অনেক এলাকা ঘুরে ইউএনবি সংবাদদাতা দেখেছেন, লকডাউন সত্ত্বেও রাস্তা, গলি এবং গলির মোড়ে দোকান খোলা ছিল।
গণপরিবহন পুনরায় চালু করা
যাত্রীদের দুর্ভোগের পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার লকডাউন চলাকালীন সরকার সিটি কপোরেশনভুক্ত এলাকায় গণপরিবহন পুনরায় চলাচলের অনুমতি দিয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই ঘোষণা দিয়ে বলেন, ঢাকা, চাটগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ সিটি কপোরেশনভুক্ত এলাকায় সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলাচল করতে পারবে তবে তাদেরকে অর্ধেক আসন খালি রাখতে হবে।
কোভিড -১৯ পরিস্থিতির অবনতি
করোনাভাইরাস সংক্রমণের চলমান ঊর্ধ্বগতি পরিস্থিতিতে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন। এদিন করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২১৩ জন এবং মারা গেছেন ৬৬ জন।
৩ বছর আগে
মাত্র ৫৮ সদস্য নিয়ে চলছে কুমিল্লার ট্রাফিক ব্যবস্থাপনা
কুমিল্লায় যানবাহন চলাচলে বিশৃঙ্খলা দিন দিন বেড়েই চলেছে। যানজট অথবা জটলা নগরীর প্রতিটি মোড়ের নিত্যদিনের ঘটনা। কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে যাদের অবদান সবচেয়ে বেশি সেই ট্রাফিক পুলিশের শাখাটি জেলায় ধুঁকছে জনবল সংকটে।
৪ বছর আগে