নিরুপায় হয়ে অসহায় পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগও দায়ের করেছেন।
সরেজমিনে এবং অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের সুশান্ত মন্ডল, বুদ্ধিশ্বর হালদার, পরিতোষ মন্ডল ও কৃষ্ণ মন্ডলসহ নয়টি পরিবারের লোকজন প্রায় এক যুগ ধরে সরকারিভাবে নির্মিত একটি ইটের রাস্তা দিয়ে যাতায়াত করে আসছেন। সম্প্রতি ওই রাস্তাটি প্রতিবেশি অসিত মন্ডল, সুমন্ত মন্ডল ও দিনবন্ধু মন্ডলসহ কতিপয় লোকজন ইট তুলে ঘেরা বেড়া দিয়েছেন। ফলে আবেদনকারীরা পড়েছেন মহাবিপাকে।
এ বিষয়ে ভুক্তভোগী সুশান্ত মন্ডল ও বুদ্ধিশ্বর হালদার বলেন, ‘আমরা প্রায় এক যুগ ধরে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছি। হঠাৎ করে প্রতিপক্ষরা রাস্তায় ঘেরা-বেড়া দিয়েছেন। আবার এই নিয়ে কোন বিরোধিতা করলে দেখে নেবেন বলে হুমকি ধামকিও দিচ্ছেন। বর্তমানে আমরা নয়টি পরিবার দিশেহারা হয়ে পড়েছি। ’
বিষয়টি নিয়ে প্রতিপক্ষ সুমন্ত মন্ডল বলেন, ‘এক যুগ আগে রাস্তাটি আমাদের শরীকের জায়গার ওপর করা হয়েছে। রাস্তাটি তৈরি করার সময় আমাদের জমির দাম বা সমপরিমাণ টাকা দেয়ার কথা ছিল। কিন্তু তারা আজও পর্যন্ত জমি বা কোনো টাকা দেয়নি। তাই আমরা ঘেরা বেড়া দিয়েছি।’
এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম বলেন, ‘আবেদনপত্র পেয়ে বিষয়টি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’