ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়ার মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে নাটোরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার সকালে শহরের বলাড়িপাড়া মহল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সুমাইয়ার মা নুজহাত সুলতানা পুনরায় ময়নাতদন্তের দাবি জানান।
এর আগে বুধবার আদালতে জমা দেয়া ময়নাতদন্ত প্রতিবেদনে সুমাইয়ার মৃত্যু আত্মহত্যাজনিত কারণে হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপরই কারাগারে থাকা সুমাইয়ার শ্বশুর ও শাশুড়ি জামিনে মুক্ত হন। তবে স্বামী মোস্তাকের জামিন হয়নি।
গত ২২ জুন সুমাইয়ার লাশ নাটোর সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় তার স্বামী মোস্তাকসহ শশুরবাড়ির লোকজন।