সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে তিন দিন ধরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
এছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর, ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা দিয়েছে।
শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। তিন দিনেও শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানো যায়নি। যার ফলে এখন পর্যন্ত মহাসড়কটি বন্ধ রয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকেদর সংঘর্ষে নারী শ্রমিক নিহত
বিষয়টি সমাধানের জন্য বার্ডস গার্মেন্টসের কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় শিল্প পুলিশ।
এদিকে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ প্ররোচনায় এবং সেনাবাহিনী ও র্যাবের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠায় পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, দুই থেকে একটি ছাড়া সকাল থেকে আশুলিয়ার সব তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে টহল দিচ্ছেন যৌথ বাহিনীর সদস্যরা।