সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন শ্রমিক।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিল্পাঅঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
নিহত নারী রোকেয়া বেগম মাসকট গার্মেন্টসের শ্রমিক ছিলেন। তিনি গাইবান্দা সদরের গুদারহাট এলাকার মাসুদ রানার স্ত্রী।
আরও পড়ুন: শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২১৯ কারখানা বন্ধ
শ্রমিকরা জানায়, মঙ্গলবার সকালে জিরাবো এলাকায় বন্ধ থাকা মাসকট গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় পাশের সাউদান ও রেডিয়ান্স গার্মেন্টেস থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর সাউদার্ন ও রেডিয়েন্সের শ্রমিকদের সঙ্গে মাসকটের শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে মাসকট গ্রুপের নারী শ্রমিক রোকেয়া বেগমসহ অর্ধশতাধিক শ্রমিক গুরুতর আহত হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সেখানে পিএমকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও অন্য আহত শ্রমিকদের চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।
মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ায় শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে এখন পর্যন্ত ১৮টি গার্মেন্টস কারখানা বন্ধ রয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব যায়গায় সেনাবাহিনী টহল দিচ্ছে।’
আরও পড়ুন: নিরাপত্তার আশ্বাসের পরও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, ২২টি তৈরি পোশাক কারখানা বন্ধ