খবর পেয়ে ঘটনাস্থলে দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সেনাবাহিনীর একটি টিম ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা বরাদ্দ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে সব উপজেলায় কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার দুপুরে দর্শনা পৌরসভা প্রাঙ্গণে কর্মহীন মটর শ্রমিকদের জন্য খাদ্য সামগ্রী বরাদ্দ দেয়া হচ্ছিল।
এসময় মটর শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক নাজিম উদ্দিনের তালিকা ভুক্তদের ৩০০ জন শ্রমিকদের মধ্যে পৌরসাভায় ত্রাণ বিতরনের সময় স্বজন প্রীতি ও অনিয়মের অভিযোগে তুলে ত্রাণ নিতে আসা শ্রমিকরা পৌর চত্বরে বিক্ষোভ করে।
খবর পেয়ে দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ঘটনাস্থলে এসে ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ করে বাকি ৬৪ জনের ত্রাণ সামগ্রী পৌর হেফাজতে রাখেন।
পরে উদ্ভুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।