দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক ও জেলা সদরে ট্রেনের ধাক্কায় একজন গৃহবধু নিহত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ও দুপুরে পৃথক পৃথক স্থানে ঘটনা দুইটি ঘটে।
নিহত মোটরসাইকেল চালক সাফি মিয়া বরাতিপুর গ্রামের সাত্তার তেলির ছেলে এবং ট্রেনের ধাক্কায় নিহত গৃহবধু লাইলী খাতুন পৌর শহরের চাতরাপাড়ার সোহেল হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: দিনাজপুরে ছেলের লাঠি পেটায় বাবার মৃত্যুর অভিযোগ
বুধবার বিকাল ৫টার দিকে ঘোড়াঘাট উপজেলার হরিপাড়াহাট এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক সাফি মিয়া দুর্ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় মিনি ট্রাকটিকে (ঢাকা মেট্রো ড–১৪–৫১৫৮) রাণীগঞ্জহাটে আটক করা হয়েছে। চালক হেলপার পালিয়েছে। তবে আইনগত প্রক্রিয়া চালানো হচ্ছে।
এদিকে রেলওয়ে থানার ইনচার্জ হারুন উর রশিদ মৃধা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নিমনগর ফুলবাড়ী রেলগেট এলাকায় পঞ্চগড় একপ্রেস ট্রেনের ধাক্কায় লাইলী খাতুন নামে একজন গৃহবধু নিহত হয়েছেন। রেল লাইনের পাশে অবস্থান করায় দুর্ঘটনার শিকার হয়েছে ওই নারী।
আরও পড়ুন: বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য: দিনাজপুর পৌর মেয়রের কারাদণ্ড