দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কান্তজী মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।
রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের সন্ধানে নদীতে অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর
নিখোজ দুই শিক্ষার্থী হলো- জেলার বীরগঞ্জ উপজেলার দক্ষিণ পাল্টাপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মিম ইসলাম (১৫) এবং কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম (১৫)। তারা দুজন আলাদা মাদরাসার ছাত্র।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনবন্ধু ঢেপা নদীর কান্তজী মন্দির প্রান্তে গোসল করতে নামে। এসময় দু'জন স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। তৃতীয় বন্ধু তীরে উঠে অন্যদের এখবর জানালে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা।
তিনি বলেন, অবশেষে রংপুর থেকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডুবুরি তলব করা হয়। তবে ৬ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত নিখোজ ছাত্রদের সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: সুরমা নদীর পানি বিপদ সীমার ৬ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত