ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ বেলাল হোসেন (৫০) নামে এক শ্রমিক। শনিবার (৩ মে) বিকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে ধানের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল লক্ষ্মীপুর জেলার কমল নগর উপজেলার চরবসু বাদামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।
আরও পড়ুন: কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলাল হোসেন দীর্ঘদিন যাবৎ ফেনীর ছাগলনাইয়া ও আশপাশে এলাকায় দিনমজুরের কাজ করতেন। শনিবার বেলাল হোসেন ফেনীর পশ্চিম দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিনে ধান কাটতে যায়৷ বিকালে হঠাৎ ওই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকে। এ সময় বজ্রপাতে ধানের খেতে লুটিয়ে পড়েন। এক পর্যায়ে তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত শ্রমিকের লাশ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।