নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দশম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আর্চবিশপ বিজয় এন. ডি ক্রুজ এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন পবিত্র ক্রুশ সংঘের দ্বিতীয় সহকারী জেনারেল ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ।
আরও পড়ুন: সিডনিতে লেবার পার্টির জয় ও ঈদ পুনর্মিলনী উদযাপন প্রবাসী বাংলাদেশিদের
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিওটি চেয়ারম্যান ড. জর্জ কমল রোজারিও। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, ট্রেজারার ফাদার এস, আদম পেরেরা, রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, ডিন, বিভিন্ন অনুষদের প্রধানগণ, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও নন অ্যাকাডেমিক স্টাফ, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা।
আয়োজনের শুরুতেই প্রধান অতিথি ফিতা কেটে নতুন ভবন উদ্বোধন করেন। এরপরেই জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
স্বাগত বক্তব্যে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
বক্তারাবলেন, নটর ডেম বিশ্ববিদ্যালয় বিগত সময়ের মতো ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার মান উন্নয়নে এবং গবেষণায় কাজ করে যাবে; যা অন্যদের জন্য অনুকরনীয় হয়ে থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।
২০১৩ সালের ২৯ এপ্রিল নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কার্যক্রম শুরু করে।
আরও পড়ুন: আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা শনিবার উদযাপন করতে যাচ্ছে ‘ফেত দো লা মিউজিক ২০২৩’