নরসিংদীতে পৃথক অভিযানে জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে নরসিংদী সেনাবাহিনী।
অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- একটি শটগান, চায়নিজ রাইফেলের দুটি ম্যাগাজিন ও একটি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম।
আরও পড়ুন: লুণ্ঠিত ১০৯৭ অস্ত্র উদ্ধার: পুলিশ সদর দপ্তর
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদের কাছে এসব অস্ত্র হস্তান্তর করে তারা।
এসময় উপস্থিত ছিলেন- নরসিংদী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফাহিম মাহবুব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
উল্লেখ্য, গত ১৯ জুলাই দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগার থেকে লুট করে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি নিয়ে যায়।
আরও পড়ুন: অবৈধ অস্ত্র উদ্ধারে সহায়তার আহ্বান ডিএমপির
লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের অভিযানকে স্বাগত জানালো আ. লীগ