নাটোরের লালপুরে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার রামানন্দপুর গ্রামে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত ক্ষুদ্র ব্যবসায়ী মাহাবুব (২৭) উপজেলার রামানন্দপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান, লালপুর উপজেলার রামানন্দপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মাহাবুব (২৭) গত রাতে বাসায় ফিরে বাড়ির উঠানের নলকূপে হাত-মুখ ধোয়ার সময় রাত সাড়ে ৮টার দিকে সাপের কামড়ের শিকার হন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সোহেল রানা পরীক্ষা করে রোগীর শরীরে কোনো বিষ নেই জানিয়ে পায়ের বাঁধন খুলে দেন। এরপরই মাহবুবের অবস্থার অবনতি হয় বলে উল্লেখ করেন তার পরিবারের সদস্যরা।
তারা আরও বলেন, বমি করতে করতে এরপর মাহাবুবের মৃত্যু হয়।
এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
চিকিৎসক সোহেল রানা বলেন, রোগীর রক্ত পরীক্ষা করেও বিষক্রিয়ার লক্ষণ পাওয়া যায়নি। আতঙ্কে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু হয়ে থাকতে পারে।