রাজশাহীতে বিএনপি ও আওয়ামী লীগের দুটি পক্ষের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে উত্তেজনার সূত্রপাত হয়। এরপর তা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের বিএনপিকর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ও তার ওয়ারিশদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে ফেরদৌসী নামের এক নারী নিহত হন। এছাড়া আরও এক ব্যক্তি নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন তার লোকজন নিয়ে রিয়াজুলদের জমি দখল করতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিলে মামুনের লোকজন তাদের ওপর হামলা করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হামলায় ফেরদৌসী বেগমসহ আরও তিনজন গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসী বেগমকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রামেকে চিকিৎসাধীন অবস্থায় আরেক ব্যক্তির মৃত্যু হয়।
আরও পড়ুন: জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, গুলিবিদ্ধ ১
তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির নাম জানা যায়নি। এছাড়া নিহত ব্যক্তিরা কোন পক্ষের, তাও জানা যায়নি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘ঘটনার পর অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। কারা কারা হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। হামলায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।’