নাটোরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক হযরত আলীকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
সরকারি কৌঁসুলি আব্দুল কাদের মিয়া জানান, ২০১৮ সালের ৮ জুলাই নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামে গৃহশিক্ষক হযরত আলী অতিরিক্ত পড়ানোর কথা বলে স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীকে তার বাসায় ডাকেন। এরপর ফেল করানো ও হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন।