নাটোরে অনুমোদন ছাড়াই সার ও নিষিদ্ধ ক্রিম বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনা সদস্যরা নাটোর শহরের তেবাড়িয়া হাটে যৌথভাবে এ অভিযান চালায়।
নাটোর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বলেন, অনুমোদন ছাড়া সার বিক্রির দায়ে ফারুক হোসেন নামে এক সার ব্যবসায়ীকে তিন হাজার ও নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে চাঁদ মিয়া নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।