নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের কাজে ফেরাতে নাটোরের ৭ থানায় ২০ জন করে সেনা সদস্য নিয়োগ করা হয়েছে। পুলিশের সহায়তায় তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘থানাগুলোতে সাদা পোশাকে অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ব্যাটালিয়ন আনসার সদস্যরাও। তবে বন্ধ রয়েছে পুলিশ সুপারের কার্যালয়।’
আরও পড়ুন:
নাটোর জেলার কোনো থানা বা পুলিশ সদস্য আক্রান্ত না হওয়ায় খুব শিগগিরই তারা কাজ শুর করবেন বলে এসময় আশা প্রকাশ করেন পুলিশ সুপার।
নাটোর থানায় দায়িত্বরত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রাজ্জাক বলেন, ‘দুর্বৃত্ত দমনে পুলিশকে নিয়ে সেনা সদস্যরা কাজ করছেন।’
আরও পড়ুন: