করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর সদর পৌরসভা ও সিংড়া পৌরসভায় বুধবার থেকে শুরু হয়েছে ৭ দিনের সর্বাত্মক লকডাউন।
লকডাউন কার্যকরে পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পুলিশ। বন্ধ করে দেয়া হয় সকল সড়ক ও গলিপথ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ১০ গ্রামে লকডাউন শুরু
৭ দিনের সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে ওষুধের দোকান ব্যতীত বন্ধ রয়েছে হোটেল, রেস্তোরাসহ সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। জরুরি পণ্যবাহী যান ছাড়া বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সব ধরনের যান চলাচল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঢিলেঢালা লকডাউন, করোনায় আরও একজনের মৃত্যু
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনাক্ত বিবেচনায় আগের তুলনায় সংক্রমণের হার সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় অর্ধেকে নেমে শতকরা ২৬ ভাগে দাঁড়িয়েছে। অর্থাৎ ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। আগের ২৪ ঘণ্টা এই হার ছিল ৬২ ভাগ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের ১২তম দিনে মৃত্যু ৯, শনাক্ত ১০৭