গোডাউন
নাটোরের গোডাউন থেকে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
নাটোরের বড়াইগ্রামে একটি গোডাউনে অভিযান চালিয়ে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় গোডাউন মালিক নিরঞ্জন কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়
সোমবার (৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মীরা উপজেলার বনপাড়া বাজারের ব্যবসায়ী নিরঞ্জন কুমারের গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করে অভিযানিক দলটি।
এ বিষয়টি নিশ্চিত করেছে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বোরহান উদ্দিন।
আরও পড়ুন: পলিথিন বন্ধে অভিযান: ১৮০৫০০ টাকা জরিমানা ও ৭৪৬ কেজি পলিথিন জব্দ
পলিথিন শপিং ব্যাগ বন্ধে মনিটরিং শুরু, ৩ নভেম্বর থেকে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান
২ মাস আগে
চট্টগ্রামে গোডাউনে মিলল ব্যবসায়ীর লাশ
চট্টগ্রাম মহানগরীর হালিশহরের একটি গোডাউন থেকে আবু মোতালেব নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) বিকাল ৩টার দিকে বসুন্ধরা আবাসিকের (উত্তর আগ্রাবাদ) ৩ নম্বর সড়কের পাশে জাহানারা ম্যানশন নামে একটি বাড়ির গোডাউন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পদ্মায় ট্রলার ডুবে গরু ব্যবসায়ী নিখোঁজ
নিহতের আবু মোতালেবের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায়। তবে তিনি থাকতেন হালিশহর জাহানারা ম্যানশনের ওই বাড়িতে।
স্থানীয়রা জানায়, বসুন্ধরা আবাসিকের ৩ নম্বর সড়কের ওই বাড়িতে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
হালিশহর থানার তদন্ত কর্মকর্তা (আইও) মো. সাইফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।
আরও পড়ুন: সিলেটে চিনিভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে সড়কে মিলল অজ্ঞাতনামা যুবকের রক্তাক্ত লাশ
৬ মাস আগে
গাজীপুরে মার্কেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের কয়েকটি গোডাউনের মালামাল। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।
বুধবার(২৮ ফেব্রুয়ারি)ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে।
স্থানীয়রা জানায়, টঙ্গী বাজারের মিতালী ম্যানসনে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে। ভবনটির পাঁচ তলা ভবনে আগুন লাগে। পরে আগুন তিনতলা ও চারতলায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: রাজধানীর উত্তর বাড্ডায় করাতকলের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে টঙ্গী ও আশপাশের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: শেরপুর আগুনে পুড়ে দাদি-নাতির মৃত্যু
১০ মাস আগে
কেরানীগঞ্জে কেমিক্যালের গোডাউনে আগুন
ঢাকার কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুরের পলাশপুর এলাকায় একটি কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে।
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
আরও পড়ুন: সিলেটের গোলাপগঞ্জে কাভার্ডভ্যানে আগুন
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গোডাউনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা এরশাদ হোসাইন জানান, কেরানীগঞ্জ পোস্তগোলা ও ফুলবাড়িয়াসহ আটটি ইউনি আগুন নেভাতে কাজ করছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম সুমন জানান, ঘটনাস্থল সহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।
তিনি আরও জানান, এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শিরা জানান অবৈধ কেমিক্যাল ড্রাম বিস্ফারণের পরপর আগুণ আশপাশ এলাকায় ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: রেললাইন কাটা, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো- এ কোন রাজনীতি: তথ্যমন্ত্রী
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ গাড়িতে আগুন
১ বছর আগে
খুলনায় জুট মিলের আগুন নিয়ন্ত্রণে
খুলনার জুট মিলের গোডাউনে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১০ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: পুরান ঢাকার জুতার গুদামে আগুন নিয়ন্ত্রণে
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের আটটি ইউনিট কাজ করেছে। এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে পরে জানানো সম্ভব হবে।
আরও পড়ুন: নরসিংদীর বাবুরহাট-শেখেরচর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
নাটোরের বড়াইগ্রামে তেলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
ঝিনাইদহে গোডাউনসহ ২ দোকান আগুনে পুড়ে ৪০ লাখ টাকার ক্ষতি
ঝিনাইদহের কালীগঞ্জে দুটি দোকানে আগুন লেগে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার (৯ অক্টোবর) সকালে কালীগঞ্জ শহরের পুরাতন ব্রিজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ে গেছে গুদাম ও বাসা-বাড়ি
স্থানীয়রা জানায়, সকাল ৬টার দিকে রাজধানী ক্রোকারিজ নামে একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভে।
কিন্তু ততক্ষণে পুড়ে যায় রাজধানী ক্রোকারিজ ও পাশের মিজানুর অ্যালুমিনিয়ামের দোকান ও গোডাউনে থাকা সব মালামাল। এতে তাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
১ বছর আগে
চট্টগ্রামে টিসিবির গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে বন্দরটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, সকাল ১১টার দিকে নগরীর বন্দরটিলা এলাকায় টিসিবির গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, যে গুদামে আগুন লেগেছে সেখানে পলিথিন রাখা ছিল। ফলে ধোঁয়া হয়েছে বেশি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
আরও পড়ুন: বাড্ডায় মিষ্টির দোকানের আগুন নিয়ন্ত্রণে
বঙ্গবাজার মার্কেটের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
১ বছর আগে
সীতাকুণ্ডে ১১ দোকান ও ৬ গোডাউন আগুনে পুড়ে ছাই
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১১টি দোকান ও ছয়টি গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌর সদরের কলেজ রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলোর মালিকানাধীন জায়গায় বিশ্বজিৎ ফোম সেন্টার নামের একটি লেপ তোষকের গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: গুলশানে বহুতল ভবনে আগুন
মুহূর্তেই তা আশপাশের কয়েকটি দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়লে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই লেপ-তোষকের দোকানসহ আশপাশের ১১টি বিভিন্ন দোকান ও ছয়টি গুদাম পুড়ে যায়।
পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার জানান, সকালে ব্যবসায়ী বিশ্বজিতের ফোমের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে।
স্থানীয় কাউন্সিলর ও পুড়ে যাওয়া দোকানের মালিক দিদারুল আলম অ্যাপোলো বলেন, তোষকের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা শোনা যাচ্ছে। আগুনে আমার ও ব্যবসায়ীদের অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু কলেজ রোডের প্রবেশ মুখে মেলা কমিটির গেটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়।
তারপরও সে বাধা পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, আগুনে পুড়ে ফোমের গোডাউনে থাকা মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: গাজীপুরে ঝুট গুদামে আগুন
চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
১ বছর আগে
মোহাম্মদপুরে পাট গুদামে আগুন
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটিতে একটি পাটের গোডাউন আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১২টা ৪০ মিনিটে গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছিল।
তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: সোয়ারীঘাটের প্লাস্টিক কারখানার আগুন
ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
খুলনায় ১৪ মেট্রিক টন ওএমএসের চাল উদ্ধার
সরকারি বরাদ্দ ওএমএসের ১৪ মেট্রিক টন চাল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১ নভেম্বর) খুলনা নগরীর বড় বাজারের নামসর্বস্ব একটি গোডাউন থেকে এই চাল উদ্ধার করা হয়।
এসময় গোডাউনের মালিক নাদিম আহমেদ ও কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ব্যবসায়ীর গুদাম থেকে ১৩০০ বস্তা সরকারি চাল উদ্ধার
উদ্ধার হওয়া চালের বর্তমান বাজার মূল্য চার লাখ ২০ হাজার টাকা।
র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি বরাদ্দ ওএমএসের চাল গোপনে বাজারে বিক্রি করে আসছে।
বিভিন্ন মাধ্যমে খবরের ভিত্তিতে বড় বাজারের গোডাউনে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়।
তারা কিভাবে এসব চাল বিক্রি করছে, কারা তাদেরকে সরকারি চাল পাইয়ে দিতে সহায়তা করছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ভিজিএফের চাল উদ্ধার
চুয়াডাঙ্গায় ওএমএস’র ২৭ বস্তা চাল উদ্ধার: আটক ১
২ বছর আগে