নোয়াখালী জেলা পুলিশ লাইনের কনস্টেবল প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। রবিবার জেলার দাউদকান্দি উপজেলার বসরা গ্রামে তিনি হামলার শিকার হন।
নিহত পুলিশ কনস্টেবলের নাম রাইসুল আমিন বাধন (৩০)।
পুলিশ জানিয়েছে, তার মা রোকেয়া বেগম (৫০) এবং ভাই সুমন সরকারও (৩২) হামলায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং: নোয়াখালীতে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
আজ দুপুর ২টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আহত বাধনকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিহত কনস্টেবলের আহত ভাই সুমন সরকার জানান, রবিবার ভোরে দীন ইসলাম, মানিক, সাদ্দাম, হাসেম, ফরহাদ, মেহেদীসহ ২৫-৩০ জন স্থানীয় লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে তাদের আহত করে এবং বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
বাধন দাউদকান্দি সদর উপজেলার বসরা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলী আহমদের ছেলে।
আরও পড়ুন: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩