সাতক্ষীরার তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার রাতে সাতক্ষীরা-খুলনা সড়কের নোয়াপাড়া ও খলিশখালীর হাজরাপাড়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তালা উপজেলার মাগুরা গ্রামের আসাদ মোড়লের দুই ছেলে ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) এবং একই উপজেলার ধলবাড়িয়া এলাকার আব্দুল বারিক শেখের ছেলে শেখ শাহিন (২৫)।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
হাজরাপাড়ার ঘটনায় আহত সুজন গাজী (২৫) জানায়, ঈদের কেনাকাটা করে শুক্রবার সন্ধ্যায় তারা তিনজন মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
এতে সুজন গাজী, ইমরান হোসেন ও রিফাত হোসেন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইমরান হোসেনের মৃত্যু হয়।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অপর ভাই রিফাত হোসেন মারা যান।
এদিকে একইদিন রাতে অপর এক দুর্ঘটনায় শেখ শাহীন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শেখ শাহিন ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। মাস চারেক আগে বিয়ে করা শাহিন ঈদের ছুটিতে বাড়ি আসেন।
শুক্রবার রাতে মির্জাপুর বাজারের কেনাকাটা শেষে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নোয়াপাড়া বাজারে একটি মোটরসাইকেল পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে শাহিন ভ্যান থেকে ছিঁটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত