ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার বেলা ১১টার দিকে পিবিআই পরিদর্শক আবুল কাসেম ভূঞার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল নুসরাতের কবরে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় কবর জিয়ারতে অংশ নেন পিবিআই সদস্যরা। মোনাজাত পরিচালনা করেন নুসরাতের বাবা একেএম মুসা মানিক।
কবর জিয়ারত শেষে পিবিআই সদস্যরা নুসরাতের বাবা ও ভাইকে শান্তনা দিয়ে বলেন, যেকোনো আপদে-বিপদে পিবিআইকে আপনাদের পাশে পাবেন।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ ও ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান তার প্রতিক্রায় বলেন, ‘আমরা মহান আল্লাহর দরবারে আমার বোনের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা বিচারিক আদালতে ন্যায় বিচার পেয়েছি। শিগগিরই উচ্চ আদালতে আপিলের শুনানি শুরু হবে। উচ্চ আদালতের কাছেও আমরা ন্যায় বিচার প্রত্যাশী। আদালত যে রায় দেন আমরা সে রায় মেনে নেব।’