নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন চোরাকারবারী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। এসময় এক বিজিবি সদস্যও সামান্য আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারমারি লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম (২৮) দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।
আহতরা হচ্ছেন-বিজিবির হাবিলদার মিনহাজ উদ্দিন ও লক্ষ্মীপুর গ্রামের জায়দুল (৪০)।
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৬৫ বছরের বৃদ্ধ নিহত
তিনি জানান, ‘শুক্রবার রাতে সীমান্তের লক্ষ্মীপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বারমারি বিওপি থেকে হাবিলদার মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ভারতের অভ্যন্তরে সুপারি পাচারকারীদের দেখতে পেয়ে টহলদলের সদস্যরা চ্যালেঞ্জ করে। তখন পাচারকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালালে হাবিলদার মিনহাজ উদ্দিন আহত হন।’
তিনি আরও বলেন, ‘তখন বিজিবি সদস্যরা পাল্টা দুইটি গুলি চালালে পাচারকারি আমিনুল নিহত হন এবং জায়দুল আহত হন।’
দুর্গাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ব্যাপারে থানায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় থানায় চোরাচালান নিয়ে একটি এবং বিজিবি সদস্য আহতসহ হতাহতদের নিয়ে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: মেক্সিকোর সীমান্তবর্তী শহরে চলমান বন্দুকযুদ্ধে নিহত ৮