নোয়াখালীর সোনাইমুড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক নিহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সোনাইমুড়ী-চাটখিল সড়কের জয়াগ ইউনিয়নের ভাওরকোট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিএনজি চালক মো. মানিক (৩৬) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের বানুয়াই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ীর জয়াগ থেকে জননী প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস জেলা শহর মাইজদীর উদ্দেশে যাচ্ছিল। সিএনজি চালক খালি গাড়ি নিয়ে সোনাইমুড়ী থেকে রামগঞ্জের দিকে আসছিল। এ সময় সোনাইমুড়ী-চাটখিল সড়কের ভাওরকোট এলাকায় বাস চালক আরফিুর রহমান একটি ট্রাককে ওভারট্রেক করতে গেলে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু
এতে ঘটনাস্থলেই মানিক নিহত হন। জনতা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। এতে সোনাইমুড়ী-চাটখিল সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
বাসটি থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাককর্মী নিহত, আটক ১
নোয়াখালীতে ৪ লাখ টাকা চুক্তিতে সিএনজি চালককে হত্যা: গ্রেপ্তার ৮