নড়াইলের কালিয়ায় উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় শেখ ফরিদ উদ্দিন ও হাফেজ নাসির উদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাবরা-হাছলা ইউনিয়নের বাবরা গ্রামে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৪
আহতরা হলেন- মনিরুল ইসলাম, সাকিবুল খান, ফারজানা, কল্পনা বেগম, আখতারুজ্জামান, আশরাফুজ্জামান, সজল শেখ, সাব্বির শেখ, জসিম শেখসহ অন্তত ১৫ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শেখ ফরিদ উদ্দিন ও হাফেজ নাসির উদ্দিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় আধা ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। এতে উভয় দলের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরে আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কোনো পক্ষই এখনও লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১