নড়াইল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ৭৩২ জনের করোনা শনাক্ত হলো।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন জানান, জেলার সদর উপজেলায় ১৬ জন, লোহাগড়া উপজেলায় ১৫ জন ও কালিয়ায় একজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
নতুন করে আক্রান্ত সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ও সুস্থ আছেন, যোগ করেন তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৭৩২ জন করোনায় আক্রান্তের মধ্যে সদরে ৩৩৪ জন, লোহাগড়ায় ৩৩০ জন ও কালিয়ায় ৬৮ জন। জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়েছে ৪৮৩ জন। বর্তমানে ২৩৮ জন করোনা পজিটিভ আছে।
গত ২৪ ঘণ্টায় ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট ৩২৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩১২০টির প্রতিবেদন পাওয়া গেছে, বাতিল হয়েছে ১৮২টি এবং ১৮১টি নমুনা পরীক্ষা পেন্ডিং রয়েছে।
বর্তমানে আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা ২৮৮ জন এবং ১৩ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন।