পঞ্চগড়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অব্যবহৃত একটি পাকিস্তানি মর্টার শেল ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার সদর থানা সংলগ্ন করতোয়া নদীতে বাংলাদেশ সেনাবাহিনী রংপুরের বোম ডিসপোজাল ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট সিগমা আক্তারের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল মর্টার শেলটি ধ্বংস করেন।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল জানান, চলতি বছরের ৩১ জানুয়ারি সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের করতোয়া নদীতে বালু উত্তোলনের সময় স্থানীয়রা মর্টার শেলটি দেখতে পান। পরে আদালতের আদেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনী মর্টার শেলটি ধ্বংস করে।
বাংলাদেশ সেনাবাহিনী রংপুরের বোম ডিসপোজাল ইউনিটের লেফটেন্যান্ট সিগমা আক্তার জানান, মর্টার শেলটি পাকিস্তানের তৈরি। এটি ১৯৬৫ সালে প্রস্তুতকৃত। মুক্তিযুদ্ধের সময় মর্টার শেলটি ব্যবহার করা হয় নি। যে কারণে এটি সচল ছিল। এর ওজন ছিল ১০ কেজি। আদালতের আদেশে বুধবার দুপুরে এটি ধ্বংস করা হয়।