দ্বিতীয় দিনের মাথায় বৃহস্পতিবার সকালে আবারও ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডের সার্কিট ব্রেকার আগুন লেগে পুড়ে যাওয়ায় ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ময়মনসিংহ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবির) নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক জানান, বেলা পৌনে ১১টার দিকে পাওয়ার গ্রিডের কর্মীরা পল্লী বিদ্যুতের লাইনে সার্কিট ব্রেকার চালু করার সাথে সাথেই আগুন লেগে যায়। পরে কর্মীরা ১০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু সার্কিট ব্রেকার পুড়ে যাওয়ার কারণে ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
পুড়ে যাওয়া সার্কিট ব্রেকার বদলে নতুন সার্কিট ব্রেকার স্থাপনের কাজ শুরু করা হয়েছে। তবে কখন কাজ শেষ হবে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
এর আগে মঙ্গলবার কেওয়াটখালী পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফর্মার আগুনে পুড়ে যায়।