আরও পড়ুন: নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে তীব্র যানজট, ভোগান্তি চরমে
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটি উদ্ধারে চেষ্টা করছে।
আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সকাল ৯টার দিকে ফরিদপুরগামী মাইক্রোবাসটি ৫ নম্বর ঘাটে ফেরিতে উঠতে না পেরে অন্যঘাটে যাওয়ার জন্য পন্টুন থেকে ওপরে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এসময় মাইক্রোবাসে থাকা চালকসহ আরও চার যাত্রী গাড়ির দরজা খুলে বেরিয়ে আসতে সক্ষম হন। এদের মধ্যে দুজন আহত হয়েছেন। বাকিরা সুস্থ রয়েছেন। তবে মুহূর্তের মধ্যে মাইক্রোবাসটি নদীতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।
আরও পড়ুন: ঘন কুয়াশা: ৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজের কর্মীরাও এরই মধ্যে মাইক্রোবাসটি উদ্ধারে যোগ দিয়েছেন বলে জানান তিনি।
আরও পড়ুন: ৮ ঘণ্টা বন্ধ থাকার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু