ছাগলকে খাওয়ানোর জন্য গাছের পাতা সংগ্রহের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) চিরিরবন্দরের কুতুবডাঙ্গা বাজারে ওই দুর্ঘটনা ঘটেছে।
বৃদ্ধ নিখিল চন্দ্র নাড়িয়া ( ৬৫) চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গার দুর্গাপুর ডাক্তার পাড়া গ্রামের মৃত হরিমহন চন্দ্রের ছেলে।
আরও পড়ুন: পোষা সাপের কামড়েই সাপুড়ের মৃত্যু
স্থানীয়রা জানান, ছাগলকে খাওয়ানোর জন্য বুধবার দুপুর দিকে কুতুবডাঙ্গা বাজারে উত্তর পাশে গাছ থেকে পাতা সংগ্রহ করছিলেন তিনি। এ সময় গাছের ওপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের তার শরীরে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থেলেই প্রাণ হারান নিখিল চন্দ্র ওরফে নাড়িয়া।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ জানায়নি।’