ভোর ৬টা থেকে পাবনার সকল রুটে জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়।
সকাল থেকেই সকল রুটে বাস মিনিবাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আরও পড়ুন: ময়মনসিংহে চিকিৎসকদের ধর্মঘট
পাবনা জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সকল বাস ঢাকায় যাতায়াত করে। মাঝেমধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকেরা নানা অজুহাতে পাবনার বাস চালক ও শ্রমিকদের মারধর করে।
আরও পড়ুন: সিলেটে পেট্রল পাম্প মালিকদের ডাকা ধর্মঘট স্থগিত
তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর পাবনা এক্সপ্রেসের দুই সহকারীকে মারধর করে তারা। পাবনার মালিক শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে কোনো ফল পায়নি।
এরপর ২৭ ডিসেম্বর পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দিনের মধ্যে প্রশাসনের কাছে এর স্থায়ী সমাধান দাবি করে পাবনার পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কিন্তু এর মধ্যে কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে পাবনার সকল রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।