পাবনায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন ভাঙ্গুড়ার আজাহার উদ্দিন (৪৫), জেলা শহরের দক্ষিণ রাঘবপুরের জেমস সুব্রত গোস্বামী (৫০) এবং পৌর এলাকার আরিফপুরের আছিরউদ্দিন সরদার স্কুলের শিক্ষক আশরাফ উদ্দিন মাস্টার (৬৫)।
জেলার সিভিল সার্জন মেহেদী ইকবাল জানান, জেলায় এ পর্যন্ত ১৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১০ জন সুস্থ হয়েছে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাকি আক্রান্তদের মধ্যে অধিকাংশকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া হাসপাতালে আইসোলেশনে পাঁচজন চিকিৎসা নিচ্ছেন।