পাবনায় বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়ে অরশা খাতুন (১৩) ও মা আরজিনা খাতুনের (৪৫) মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আতাইকুলা থানার আতইকুলা ইউনিয়নের কাচারপুর পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নোয়াখালীতে সিএনজি ও ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু
নিহত দুইজন ওই গ্রামের মো. নবাব উদ্দিন খানের স্ত্রী ও মেয়ে। অরশা কাচারপুর দাখিল মাদরাসার অস্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টিতে গোসল করে গোয়ালঘরে যাওয়ার সময় লোহার দরজায় ধরতেই বিদ্যুৎপৃষ্ট হয় অরশা।
এসময় বিদ্যুতের তার ছিড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হওয়ায় মা আরজিনা এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
নিহতের স্বামী নবাব উদ্দিন খান বলেন, মেয়েকে মাদরাসায় পড়াচ্ছিলাম। মেয়ে আমার খুব মেধাবী ছিল। মেয়ের সঙ্গে স্ত্রীও চলে গেল। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ দুইজনকে যেন জান্নাতবাসী করেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, গোয়াল ঘরে প্রথমে মেয়ে বিদ্যুতায়িত হোন। পরে তাকে উদ্ধার করতে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।