পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
তারা হলেন- ইকড়ি গ্রামের হারুন খানের ছেলে আলামিন (৩৫) ও মৃত কেরামত মাতুব্বরের ছেলে ইব্রাহিম মাতুব্বর (৪৫)।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে ওই দুই শ্রমিক পাশ্ববর্তী ডোবা থেকে লোহার রড দিয়ে কচুরিপানা পরিষ্কার করছিল। এসময় ডোবার ওপর থেকে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে লোহার রডের স্পর্শ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যান।
ওসি জানান, দুই শ্রমিকের লাশ ভান্ডারিয়া হাসপাতালে রয়েছে। কোন অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।