শেরপুরে বন্ধুদের সঙ্গে খেলার সময় মাঠের পাশের একটি পুকুরে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে জেলার পাকুড়িয়া ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুনায়েম ইসলাম মিশুক পাশ্ববর্তী গণই মমিনাকান্দা গ্রামের মজনু মিয়ার ছেলে। সে শেরপুর সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে নিজাম উদ্দিন আহমেদ কলেজ মাঠে মুনায়েম ইসলাম মিশুক বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলার সময় ফুটবলটি মাঠের পাশের একটি পুকুরে পড়ে যায়। এসময় ফুটবলটি পুকুর থেকে তুলতে গিয়ে মিশুক পানিতে লাফ দেয়। কিন্তু অনেকক্ষণ পরও পুকুর থেকে সে না ওঠায় স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শেরপুর দমকল বিভাগে খবর দেয়। পরে দমকল বিভাগের ডুবুরিরা ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে পুকুর থেকে মিশুকের লাশ উদ্ধার করে।
শেরপুর দমকল বিভাগের স্টাফ অফিসার এএসএম মহসিন জানিয়েছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে দুই ঘন্টা চেষ্টার পর পুকুর থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মো. নাহিদ হাসান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু