হবিগঞ্জের বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষ চৌধুরীকে পিঠিয়ে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে। নিহত ওই পুলিশ কর্মকর্তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়।
আরও পড়ুন: লালমনিরহাটে ২ এমপি ও শতাধিক আ. লীগ নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, ৬ জনের লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৫ আগস্ট) সকালে মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি বানিয়াচং থানার কাছে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজন মারা যান, আহত হন শতাধিক। এমতাবস্থায় হাজার হাজার গ্রামবাসী থানায় ঘেরাও করে আগুন লাগিয়ে দেয়। এতে আটকা পড়ে প্রায় ৩৫ জন পুলিশ সদস্য।
পরে রাতের বেলা হবিগঞ্জ থেকে সেনাবাহিনী গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। এসময় জনতা এসআই সন্তোষকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন সন্তোষ।
পরের দিন (মঙ্গলবার) বেলা ১২টা পর্যন্ত তার লাশ রাস্তায় পড়ে থাকে। এসময় জনতা তার ওপর লাথি ও থুথু মেরে ধিক্কার জানান। এরপর এক পর্যায়ে তার লাশ রাস্তা থেকে তুলে নিয়ে জনতা গাছে ঝুলিয়ে দেয়।
আরও পড়ুন: পালানোর সময় সোনা মসজিদ ইমিগ্রেশনে রাজশাহী সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা আটক