বাংলাদেশের এ অকৃত্রিম বন্ধুর মৃত্যুতে নড়াইলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নড়াইল সদরের ভদ্রবিলা গ্রামের অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা ঘোষের সাথে ১৯৫৭ সালে প্রণব মুখার্জির বিয়ে হয়।
শুভ্রার ছোট ভাই কানাইলাল ঘোষ জানান, তাদের বাড়িতে প্রণব মুখার্জির মৃত্যু পরবর্তী ধর্মীয় আচার ও প্রার্থনা শুরু হয়েছে। মঙ্গলবার শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের জরুরি সভায় প্রয়াতের স্মরণে শোক সভার সিদ্ধান্ত নেয়া হবে।
শুভ্রা মুখার্জি ১৯৫৫ সালে পশ্চিমবঙ্গে চলে যান। সেই সাথে তার অন্য ভাই-বোন কালক্রমে ভারতে চলে গেলেও ছোট ভাই কানাইলাল ঘোষ পৈতৃক ভিটায় থেকে যান।
শুভ্রা মুখার্জি ৪০ বছর পর ১৯৯৫ সালে শেকড়ের সন্ধানে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে বেড়াতে এসেছিলেন নড়াইলে। পরে ২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিন দিনের সফরে বাংলাদেশে এসে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি ভদ্রবিলা গ্রামে বেড়াতে আসেন।
২০১৫ সালের ১৮ আগস্ট ভারতে শেষ নিশ্বাস ত্যাগ করেন শুভ্রা মুখার্জি।