মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই অভিযোগে চার কিশোরের বিরুদ্ধে ফুলছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন কিশোরীর বাবা।
অভিযুক্তরা হলেন- মিরাজ, পিলিজ, হামিদ ও শামীম। তাদের মধ্যে মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার
নড়াইলে মেয়েকে শ্লীলতাহানি থেকে রক্ষা করতে যেয়ে বাবা আহত
মামলার এজাহারে বলা হয়, ফুলছড়ি উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করছে ওই কিশোরী। কিছুদিন আগে মিরাজ প্রেমের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে মেয়েটি। এরপর থেকে তাকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো ওই কিশোর।
গত ১৩ ফ্রেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে ছেলেটি তিন বন্ধুকে সাথে নিয়ে মেয়েটির বাড়িতে যায়। এ সময় মেয়েটির বাড়িতে কেউ না থাকায় চার বন্ধু মিলে মেয়েটির হাত ধরে টানাহেঁচড়া ও ধস্তাধস্তি করে শ্লীলতাহানি ঘটায়। পরে মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা আসলে দ্রুত পালিয়ে যায় তারা।
ঘটনার পরদিন মেয়েটির বাবা চার কিশোরের নামে শ্লীলতাহানির অভিযোগ করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান দোলনের কাছে। অভিযুক্ত তিনজন আত্মগোপনে গেলেও মঙ্গলবার প্রধান অভিযুক্ত মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।
তাকে মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। কিন্তু তার বয়স ১৮ বছর না হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: গোয়ালন্দে সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ, আরেকজনকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা: প্রধান আসামি ৩ দিনের রিমান্ডে
পরে মেয়েটির বাবা রাতে ফুলছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, 'প্রাথমিকভাবে কিশোরীকে শ্লীলতাহানির প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার প্রধান আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’