ফরিদপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ হাজার ৭০০ দুস্থ সদস্যের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কমলাপুর চাঁদমারিতে তাদের হাতে এসব ত্রাণ তুলে দেয়া হয়।
ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান জানান, ফরিদপুরের ৯টি উপজেলার প্রত্যেকটি উপজেলাতে ৩০০ করে মোট ২ হাজার ৭০০ সদস্যকে এ ত্রাণ দেয়া হয়েছে। প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজসহ একটি সাবান ও মাস্ক দেয়া হয়েছে।
তিনি জানান, আনসার ও ভিডিপির যেসব অনিয়মিত সদস্য রয়েছেন তারা তুলনামূলক দুস্থ। তাদেরকে মানবিক সহায়তা স্বরুপ এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (সদর) সাইদুর রহমান, উপজেলা প্রশিক্ষক (সদর) রাজিবুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।