ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৯ জনের।
আরও পড়ুন: কুমিল্লায় একদিনে রেকর্ড ৮৫৩ শনাক্ত, মৃত্যু ৮
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় সাত জন এবং উপসর্গে ১০ জন মারা গেছেন। এই হাসপাতালের করোনয় চিকিৎসাধীন রয়েছে ২৮৪ জন রোগী। নতুন রোগী ভর্তি হয়েছে ৪৩ জন।
আরও পড়ুন: রামেকের করোনা ইউনিটে আরও ২১ মৃত্যু
ফরিদপুর সিলিভ সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬৯ জনের। শনাক্তের হার ৩৫ দশমিক ৯৫ শতাংশ। জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৭১ জন, সুস্থ হয়েছে ১৩ হাজার ২৮৭। জেলায় মোট মৃত্যু হয়েছে ৩৭০ জনের।