বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বগাইল টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পুরুষ এবং তিনজন নারী।
আরও পড়ুন:লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল ২ পুলিশের
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহাতাব উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার অভিযান চালায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, কাঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী দুরন্ত পরিবহনের লোকাল বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৩১১৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ওসি জানান, বাসের নিচ থেকে দুজনের ও ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ৪
২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বাসটিতে থাকা আহত যাত্রী সালাম জানান, চালক সেন্টু মাতুব্বর বাসটিকে দ্রুত গতিতে টোলপ্লাজার ভেতরে প্রবেশ করায়। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে আইল্যান্ডের ওপর উঠিয়ে দেন। তখন বাসটি উল্টে যায়। এ অবস্থায় বাসের সব যাত্রী পড়ে যায় এবং অনেক যাত্রী বাসটির নিচে চাপা পড়েন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মহসিন ফকির জানান, গুরুতর আহত ১৫ জনকে ভর্তি করা হয়েছে। এদের অনেকের হাত, পা, মাথা থেতলে গেছে। আশঙ্কাজনকদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেজবাউল খান ফরহাদ বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ১০ জনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।