দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনের ২০ প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা নির্বাচন কমিশনার।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আরও পড়ুন: সিটি নির্বাচন: মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
প্রতীক বরাদ্দের সময় উপস্থিতি ছিলেন- রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, সিনিয়র নির্বাচন কমিশনার মো. হাবিবুর রহমানসহ চার সংসদীয় আসনের প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকরা।
জেলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ সমর্থক স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রতীক হিসেবে পেয়েছেন ঈগল প্রতীক। তারা হলেন-
আরও পড়ুন: কেসিসি নির্বাচন: প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
ফরিদপুর-১ আসনে আরিফুর রহমান দোলন।
ফরিদপুর-২ আসনে আইনজীবী জামাল হোসেন মিয়া।
ফরিদপুর-৩ আসনে ব্যবসায়ী নেতা এ কে আজাদ ও
ফরিদপুর-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন পেয়েছেন ঈগল প্রতীক।
আরও পড়ুন: সিলেট-৩ আসনে উপনির্বাচনে চার প্রার্থী চূড়ান্ত, প্রতীক বরাদ্দ আজ
ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন প্রতীক পেয়ে বলেন, আমার পছন্দের প্রতীক পেয়ে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞা প্রকাশ করছি, আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া কামনা করছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলা রিটারিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার বলেন, চারটি আসনে যারা দলীয় প্রার্থী হয়েছেন তারা সেই দলের প্রতীক পেয়েছেন। এর বাইরে চারটি সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের ঈগল পাখি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার এবারের ১৬ লাখ ৬৭ হাজার ১১২ জন ভোটার এই নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আগামী সংসদে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করবেন।