ফেনীতে এক দিনে আরও ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১০ জনের নমুনার প্রতিবেদন আসে। এতে দুই পরিবারের ১৪ জনসহ নতুন করে আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামে একই পরিবারের নয়জন ও সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে একই পরিবারের পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একই উপজেলার বগাদানা ইউনিয়নের কাজিরহাট এলাকায় বাবা ও তিন বছর বয়সী মেয়ে করোনায় আক্রান্ত হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর দেড় মাসে ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ১৩৩ শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৩ জন সুস্থ ও তিনজনের মৃত্যু হয়েছে।